দুর্নীতি রোধকল্পে ভূমি মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ

148

ঢাকা, ১৬ অক্টোবর, ২০১৯ (বাসস) : জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভায় দুর্নীতি রোধকল্পে ভূমি মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আলী আশরাফের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য মুজিবুল হক, মইনউদ্দীন খান বাদল এবং আব্দুল মান্নান সভায় অংশ গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ই-জুডিশিয়ারি শীর্ষক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬৯০ কোটি টাকা। পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশকৃত প্রকল্পটির অনুমোদনের লক্ষ্যে একনেক সভায় উত্থাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় দখলকৃত খাসজমি, জলমহাল ও অন্যান্য সরকারী জমি উদ্ধার করে নদী ভাঙ্গনে গৃহহীন হওয়া মানুষের তালিকা প্রস্তুত করে তাদের পুনর্বাসনের জন্য ভূমি মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করা হয়।
সভায় ভূমি মন্ত্রণালয় ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।