বাসস দেশ-৪১ : ফেনীর উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নিজাম হাজারীর

443

বাসস দেশ-৪১
রক্তদান-উদ্বোধন
ফেনীর উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নিজাম হাজারীর
ফেনী, ১৫ অক্টোবর, ২০১৯ (বাসস) : জেলার সামগ্রিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
আজ মঙ্গলবার বিকেলে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব ফেনী’র আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নিজাম হাজারী বলেন, “আমাদের ভিন্নমত থাকবে, কিন্তু ফেনীর উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি ফেনীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। ফেনী রেলগেটে একটি ওভারপাস নির্মাণের প্রক্রিয়া চলমান আছে বলেও জানান তিনি।
ফেনী পৌরসভাস্থ লিবার্টি মার্কেটে চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুকদেব নাথ তপন।
বিশেষ অতিথির বক্তব্য দেন ফেনীর পৌর মেয়র হাজী আলাউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আলী আজ্জম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ আলম বকুল ও পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান।
অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়।
বাসস/সংবাদদাতা/এমএন/২২২০/-এবিএইচ