বাসস দেশ-৪০ : পরিকল্পনামন্ত্রীর সাথে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

469

বাসস দেশ-৪০
এডিবি-মান্নান-সাক্ষাৎ
পরিকল্পনামন্ত্রীর সাথে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ১৫ অক্টোবর, ২০১৯ (বাসস) : সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি প্রতিনিধিদল আজ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাথে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিশেষ করে বাংলাদেশে এডিবি’র সহযোগিতায় বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির বিষয় পর্যালোচনা করা হয়।
এডিবি প্রতিনিধিদল বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন এবং তাদের অর্থায়নে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এডিবি পরীক্ষিত অংশীদার। বাংলাদেশের সাথে এডিবির সম্পর্ক অত্যন্ত দৃঢ়। এ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।
এডিবি’র বোর্ড অব ডিরেক্টর্স এর সদস্য এ প্রতিনিধিদলটি রুটিন সফর হিসেবে বাংলাদেশ সফর করছেন। ছয় সদস্যবিশিষ্ট এ প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন এডিবি’র নির্বাহী পরিচালক ইন চ্যাং সং।
এ সময় বাংলাদেশে নিযুক্ত এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ উপস্থিত ছিলেন।
বাসস/তবি/এমএন/২২০০/-এসই