সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতির শতকরা হার ৫.৫৪-তে পৌঁছেছে

552

ঢাকা, ১৫ অক্টোবর, ২০১৯ (বাসস) : সেপ্টেম্বর মাসে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মুদ্রাস্ফীতির শতকরা হার ৫. ৫৪-এ পৌছেছে। গত আগস্ট মাসে যার শতকরা হার ছিল ৫.৪৯।
আজ একনেক-এর সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাসওয়ারী ভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
পরিসংখ্যান ব্যুরোর উপাত্তে দেখা গেছে, সেপ্টেম্বরে খাদ্যপণ্য মুদ্রাস্ফীতি শতকরা ৫.৩০ শতাংশে পৌঁছেছে। গত আগস্ট মাসে যার হার ছিল শতকরা ৫. ২৭ শতাংশ । তবে খাদ্য ছাড়া অন্যান্য পণ্য মুদ্রাস্ফীতির হার সামান্য হারে বেড়েছে। এসব ক্ষেত্রে আগস্ট মাসেমুদ্রাস্ফীতির হার ৫.৮২শতাংশ থেকে ৫.৯২-এ পৌঁছেছে।
গ্রামাঞ্চলে সাধারণ মুদ্রাস্ফীতির হার গত আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে সামান্য বেড়েছে। আগস্ট মাসে শতকরা ৫.৩৪শতাংশ থেকে সেপ্টেম্বরে বেড়ে ৫.৪১ শতাংশে পৌঁছেছে।
শহরাঞ্চলে মুদ্রাস্ফীতির হার কিছুটা বেড়ে গেছে। গত আগস্ট মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৭৫ শতাংশ। সেপ্টেম্বরে তা বেড়ে ৫.৮০শতাংশে পৌঁছেছে।
পয়েন্ট-টু-পয়েন্ট জাতীয় মজুরী সূচক উর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে। গত সেপ্টেম্বরে জাতীয় মজুরী সূচকের শতকরা হার ৬.৫১ শতাংশে পৌঁছেছে। গত আগস্ট মাসে যার হার ছিল শতকরা ৬.৪৩শতাংশ।