বাজিস-৭ : ফেনীতে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ পালিত

258

বাজিস-৭
ফেনী-সাদাছড়ি দিবস
ফেনীতে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ পালিত
ফেনী, ১৫ অক্টোবর, ২০১৯ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ জেলায় ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ পালিত হয়েছে।
এবছর দিবসটির প্রতিপাদ্য ‘সাদাছড়ি ব্যবহার করি নিশ্চিন্তে পথ চলি’।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ফেনী শহরের মিজান রোডস্থ সোনালী ব্যাংকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আক্তার, ‘সুইড বাংলাদেশ’র সাধারণ সম্পাদক এডভোকেট সমীর কর ও বাংলাদেশ জাতীয় সমাজসেবা পরিষদের সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু।
আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, উন্নয়ন সহযোগী সংস্থা, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি, এনজিও এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/১৯৫০/-এমকে