বাসস ক্রীড়া-৯ : গাঙ্গুলির প্রথম কাজ হবে বোর্ডের ভাবমূর্তি পুনরুদ্ধার ও প্রথম শ্রেণীর ক্রিকেটারদের আর্থিক স্বচ্ছলতা

148

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-গাঙ্গুলি
গাঙ্গুলির প্রথম কাজ হবে বোর্ডের ভাবমূর্তি পুনরুদ্ধার ও প্রথম শ্রেণীর ক্রিকেটারদের আর্থিক স্বচ্ছলতা
নয়া দিল্লি, ১৪ অক্টোবর, ২০১৯ (বাসস/পিটিআই) : বিশ্ব ক্রিকেটের ক্ষমতাধর বোর্ডগুলোর একটি ভারতীয় ক্রিকেট বোর্ডেও (বিসিসিআই) নতুন সভাপতি হতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
ভারতীয় বোর্ড যখন দারুনভাবে ইমেজ সংকটে ভুগছে এমন অবস্থায় দায়িত্ব নেয়ার আগে নিজের অনুভুতি সম্পর্কে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) গাঙ্গুলি বলেন, ‘একটা অসাধারণ অনুভুতি।’
এছাড়া বোর্ডের ভাবমুর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ায় তা পুনরুদ্ধারে এটা একটা সুযোগ বলেও মন্তেব্য করেন ‘দাদা’।
অভিজ্ঝ ব্রিজেশ প্যাটেলকে টপকিয়ে একমাত্র প্রার্থী হিসেবে বিসিসিআই সভাপতি হতে যাচ্ছেন গাঙ্গুলি।
পিটিআইর সঙ্গে আলাপকালে গাঙ্গুলি বলেন, ‘যেহেতু আমি দেশের হয়ে খেলেছি এবং অধিনায়কত্ব করেছি সেহেতু অবশ্যই এটা একটা অসাধারণ অনুভুতি।’
গত মাসে ক্রিকেট অব বেঙ্গলের (ক্যাব) সভাপতির দায়িত্ব ছেড়ে দেয়া সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমি এমন এক সময়ে দায়িত্ব নিচ্ছি যখন গত তিন বছর যাবত বিসিসিআই খুব ভাল অবস্থানে নেই। এর ভাবমূর্তি খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার সামনে সুযোগ আছে ভাল কিছু করার।’
তিনি আরো বলেন দায়িত্ব নেয়ার পর স্বল্প সময়ের মধ্যে তার কাছে প্রধান্য পাবে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের প্রতি নজর দেয়া যাতে দেশের ঘরোয়া ক্রিকেটের ভিত মজবুত হয়।
৪৭ বছর বয়সী গাঙ্গুলি জানান তার প্রথম পরিকল্পনা হচ্ছে ভারতীয় ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলা এবং ক্রিকেট এডমিনিস্ট্রেটর্স (সিওএ) গত ৩৩ মাসে যা করতে পারেনি তেমন কিছু করা।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজারের বেশি রান করা গাঙ্গুলি বলেন, ‘কোন সিদ্ধান্ত নেয়ার আগে আমি সবার সঙ্গে কথা বলব। তবে আমার সবচেয়ে প্রাধান্য হবে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের দিকে দৃষ্টি দেয়া। গত তিন বছর যাবত আমি সিওএকে বহুবার অনুরোধ করেছি কিন্ত তারা শোনেননি। আমি প্রথম যে কাজটা করব তা হচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের আর্থিক বিষয়ে নজর দেব।’
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা একটা বড় দায়িত্ব বলেও স্বীকার করেন গাঙ্গুলি।
তিনি বলেন, ‘বিরোধিতা থাক বা না থাক, যেহেতু এটা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বোর্ড তাই দায়িত্বটাও বড়। আর্থিকভাবে ভারত বিশ্ব ক্রিকেটের পরাশক্তি সুতরাং এটা একটা চ্যালেঞ্জ।’
মাত্র নয় মাসের দায়িত্ব- এ জন্য কোন অনুশোচনা আছে কি-না?
জবাবে গাঙ্গুলি বলেন, ‘হ্যাঁ এটাই নিয়ম এবং আমরা এ নিয়মকেই অনুসরণ করব।’
বিসিসিআই’র সাবেক সভপাতি জগমোহর ডালমিয়া প্রসঙ্গে কথা বলতেই আবেগাপ্লুত হয়ে পড়েন গাঙ্গুলি।
তিনি বলেন, ‘আমি কখনোই এমনটা (প্রয়াত ডালমিয়ার জায়গায় বসা) ভাবিনি। তিনি ছিলেন আমার বাবার মত।’
সভাপতির দায়িত্ব পালনটা অধিনায়কত্বের চেয়ে ভিন্ন কিছু হবে কিনা- জানতে চাইলে গাঙ্গুলি বলেন, ‘ভারতীয় দলের অধিনায়কত্বের চেয়ে বড় কিছু হতে পারে না।’
বাসস/পিটিআই/স্বব/১৮৫০/এএমটি