বাসস দেশ-২১ : পাখির ধাক্কায় বিমানের সিঙ্গাপুরগামী এয়ারক্রাফটের জরুরি অবতরণ

142

বাসস দেশ-২১
বিমান-অবতরণ
পাখির ধাক্কায় বিমানের সিঙ্গাপুরগামী এয়ারক্রাফটের জরুরি অবতরণ
ঢাকা, ১৪ অক্টোবর, ২০১৯ (বাসস) : পাখির ধাক্কায় বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী একটি এয়ারক্রাফট আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বিমানটিতে ১৫৬ জন যাত্রী ও ৭ ক্রু ছিল। পাইলটের ধারণা বিমানটির সঙ্গে পাখির আঘাত লেগেছে। তাই সকাল ৮টা ২৫ মিনিটে তিনি জরুরি অবতরণ করেন। বিমানের একজন মুখপাত্র বাসসকে একথা জানান।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার বলেন, ‘পাইলট ৯ টা ২০ মিনিটে নিরাপদে অবতরণ করে। তবে, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’
বাসস/এএসজি/অনু-এএএ/১৮৫১/আরজি