বাজিস-১০ : ‘এসডিজি অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

465

বাজিস-১০
এসডিজি-প্রশিক্ষণ-কুমিল্লা
‘এসডিজি অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
কুমিল্লা, ১৩ অক্টোবর ২০১৯ (বাসস): ‘এসডিজি অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক পাঁচদিন ব্যাপি প্রশিক্ষণ কোর্স আজ কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) শুরু হয়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং সুইডিস ইউনিভার্সিটি অব এগ্রিকালচার সায়েন্স-এর সহযোগিতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এ প্রশিক্ষনের আয়োজন করেছে।
আজ রোববার বিকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।
বার্ড-এর মহাপরিচালক নাছরিন আক্তার চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন এফএও-এর প্রতিনিধি ড. নূর আহম্মেদ খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন বার্ড-এর পরিচালক (প্রশিক্ষণ) মো. আবদুল কাদের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকদের অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে বাস্তবায়ন সহায়ক ভূমিকা পালন করতে পারে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এবং একাডেমির অনুষদ সদস্যবৃন্দ এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সে দু’টি ব্যাচে ৩৩টি বিশ্ববিদ্যালয়ের ৫৩টি বিভাগের শিক্ষকবৃন্দঅংশগ্রহণ করছেন। এ প্রশিক্ষনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক (পল্লী প্রশাসন ও স্থানীয় সরকার) মিলন কান্তি ভট্টাচার্য্য প্রথম ব্যাচের এবং একাডেমির পরিচালক (প্রশাসন) ড. মো. শফিকুল ইসলাম দ্বিতীয় ব্যাচের কোর্স পরিচালকের দায়িত্ব পালন করছেন।
বাসস/সংবাদদাতা/২১৫২/এমকে