বাজিস-৯ : নাটোরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

140

বাজিস-৯
নাটোর- শিশু মৃত্যু
নাটোরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নাটোর, ১৩ অক্টোবর, ২০১৯ (বাসস) : জেলার গুরুদাসপুর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চরকাদহ কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু সুমি খাতুন (৭) ওই গ্রামের জরিপ প্রামানিকের কন্যা এবং স্থানীয় চরকাদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
এলাকাবাসি ও মারা যাওয়া শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, সুমি তার বন্ধু তাছনিমা ও স্বর্নার সঙ্গে প্রতিদিনের মত একসাথে প্রতিবেশী ময়েজ প্রামানিকের পুকুরে গোসল করতে যায়। সেখানে গিয়ে সুমি ও তাছনিমা পানিতে নামলেও স্বর্না পুকুর পাড়ে বসে ছিল। পুকুরে নামার পর একপর্যায়ে সুমি ও তাছনিমা খাতুন পা পিছলে গভীর পানিতে ডুবে যায়। এ অবস্থা দেখে স্বর্ণা দৌঁড়ে গিয়ে বাড়ির লোকজনকে জানালে তারা এসে দুইশিশুকে পুকুর থেকে তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।
অপর শিশু তাছনিমাকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৮৩০/এমকে