যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

335

ওয়াশিংটন, ১২ অক্টোবর, ২০১৯ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ম্যাক অ্যালীনান পদত্যাগ করেছেন। তিনি বৈধ কাগজপত্র নেই এমন অভিবাসীদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয় দেখভাল করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক ঘোষণায় এ কথা বলেন। খবর এএফপি’র।
টুইটারে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হিসেবে কেভিন ম্যাক অ্যালীনান অসাধারণ দায়িত্ব পালন করেছেন। সীমান্ত ক্রসিং নিয়ে বিদ্যমান অচলাবস্থার উপায় নিয়ে আমরা একত্রে ভাল কাজ করেছি।’
‘অনেক বছর ধরে সরকারি দায়িত্ব পালনের পর কেভিন এখন তার পরিবারের সাথে আরো সময় ব্যয় করতে চান এবং তিনি চাইলে বেসরকারি খাতে কাজ করতে পারেন। চাকুরি জীবনে ভাল কর্তব্য পালনের জন্য অভিনন্দন কেভিন।’
ট্রাম্প বলেন, তিনি আগামী সপ্তাহে নতুন একজন ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর নাম ঘোষণা করবেন। এ পদের জন্য ‘যোগ্য অনেক প্রার্থী’ রয়েছেন।