বাসস দেশ-১৫ : বঙ্গবন্ধুর জীবন থেকে চিত্রপটে ১০০টি শিল্পকর্ম নির্মাণে আর্ট ক্যাম্পের উদ্বোধন

241

বাসস দেশ-১৫
বঙ্গবন্ধু-শিল্পকর্ম-আর্ট ক্যাম্প
বঙ্গবন্ধুর জীবন থেকে চিত্রপটে ১০০টি শিল্পকর্ম নির্মাণে আর্ট ক্যাম্পের উদ্বোধন
ঢাকা, ১১ অক্টোবর, ২০১৯ (বাসস) : আগামী ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ অবলম্বনে ‘বঙ্গবন্ধুর জীবন থেকে চিত্রপটে’ শিরোনামে দেশের ১০০জন বিশিষ্ট শিল্পীর ১০০টি শিল্পকর্ম নির্মাণের লক্ষ্যে আট ক্যাম্পের আয়োজন করা হয়।
আজ সকাল সাড়ে ১০টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ও চারুকলা প্লাজায় এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ও আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রন্থ দুটির উপর পর্যালোচনামূলক বক্তব্য রাখেন শিল্পী মুস্তাফা মনোয়ার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ এবং বিশিষ্ট ফোকলোরবিদ ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সভাপতি ড. শামসুজ্জামান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী জামাল উদ্দিন আহমেদ এবং শিল্পী সন্জীব দাস অপু।
বাসস/সবি/এমএআর/১৯৪০/কেজিএ