সিলেট-বরিশাল বিভাগ ম্যাচের দ্বিতীয় দিনেও বৃষ্টির ঝামেলা

296

ঢাকা, ১১ অক্টোবর ২০১৯ (বাসস) : বৃষ্টির কারণে ২১তম জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সিলেট বিভাগ-বরিশাল বিভাগের গতকাল, অর্থাৎ প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিলো। আজ দ্বিতীয় দিন খেলা মাঠে গড়ালেও, ঝামেলা পাঁকিয়েছে বৃষ্টি। খেলা হয়েছে মাত্র ৩১ ওভার । এসময় প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ৬৮ রান তুলে দিন শেষ করেছে সিলেট বিভাগ।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় বরিশাল। প্রথমে ব্যাট হাতে নেমে ৩৬ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিলেট। ইমতিয়াজ হোসেন ৬, রাহাতুল ফেরদৌস ৪ ও তৌফিক খান ১৬ রান করে ১৩তম ওভারের মধ্যে ফিরে যান।
শুরুর ধাক্কাটা পরবর্তীতে সামাল দেয়ার চেষ্টা করেন জাকির হাসান ও অধিনায়ক অলক কাপালি। কঠিন পরিস্থিতি সামাল দিয়ে দিনের খেলার বন্ধ হবার আগ পর্যন্ত অপরাজিতই থাকেন দু’জনে। জাকির ৪টি চারে ৬২ বলে ৩২ ও কাপালি ৬৬ বলে বাউন্ডারি না মেরেই ৮ রানে অপরাজিত আছেন। বরিশালের কামরুল ইসলাম রাব্বি ২টি ও তৌহিদুল ইসলাম ১টি উইকেট শিকার করেন।