বাসস রাষ্ট্রপতি-৩ : যুবসমাজের সম্ভাবনা বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ

300

বাসস রাষ্ট্রপতি-৩
রাষ্ট্রপতি-যুবক
যুবসমাজের সম্ভাবনা বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ
কিশোরগঞ্জ, ১০ অক্টোবর, ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুবসমাজের সম্ভাবনা যথাযথ বিকাশে খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
আজ কিশোরগঞ্জ সার্কিট হাউজে স্থানীয় নেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব, ওলেমা-মাশায়েখ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘যুবসমাজের সম্ভাবনার যথাযথ বিকাশে সুস্থ ক্রীড়া ও সংস্কৃতি অবশ্যম্ভাবী।’
সপ্তাহব্যাপী কিশোরগঞ্জ সফররত রাষ্ট্রপতি গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার জন্য জেলা ক্রীড়া পরিষদ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি ব্যাপক আকারে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড বৃদ্ধি করতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে স্কুল ও কলেজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
মাদক ব্যবহার প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এর অপব্যবহার যুবসমাজের প্রতি এক বড় হুমকি। তিনি এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ মাদকের বিরুদ্ধে এই সামাজিক আন্দোলনে অংশ নিতে ওলেমা-মাশায়েখদের প্রতিও আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
বাসস/এসআইআর/অনুবাদ-এবিএইচ/০০৩২/মমআ/-এবিএইচ