বাসস দেশ-৪১ : দুর্নীতির বিরুদ্ধে অভিযান আরো চলবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

227

বাসস দেশ-৪১
কাপাসিয়া- সম্মেলন
দুর্নীতির বিরুদ্ধে অভিযান আরো চলবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
গাজীপুর, ১০ অক্টোবর, ২০১৯ (বাসস) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান আরো চলবে। দলকে নীতি এবং আদর্শের পথে এগিয়ে নিতে হবে।
আজ কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বঙ্গতাজের কন্যা সিমিন হোসেন রিমি এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ এমপি, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান সামশুল আলম প্রধান, শ্রীপুর পৌর চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মন্ত্রী মোজ্জাম্মেল হক আরো বলেন, কেবল স্লোগান দিয়েই নীতি আদর্শ বাস্তবায়ন হবে না। নীতি আদর্শের জায়গায় ভাল শিক্ষক,ভাল ডাক্তার, ভাল ইঞ্জিনিয়ার, ভাল ব্যবসায়ী , ভাল সমাজকর্মী হতে হবে। বিএনপি ২০ বছর ক্ষমতায় ছিল। তারা কর্মী খুঁজে পায় না। কারণ তাদের আদর্শের কর্মী ছিল না।
সিমিন হোসেন রিমি এমপি বলেন, আওয়ামীলীগের ইতিহাস গর্বের ও গৌরবের ইতিহাস। এই ইতিহাস ও গৌরব সব সময় ধরে রাখতে হবে।
পরে সম্মেলনে সর্বস্মতিক্রমে পুনরায় মুহাম্মদ শহীদুল্লাহ সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক মনোনীত হন।
বাসস/সংবাদদাতা/এমএআর/২১৩৮/অমি