আটক রুশ সাংবাদিককে মুক্তি দিল ইরান

237

মস্কো, ১০ অক্টোবর, ২০১৯ (বাসস ডেস্ক) : ইরান আটক রুশ সাংবাদিককে মুক্তি দিয়েছে। সে এখন মস্কোর পথে রয়েছে। তেহরানে রুশ দূতাবাস বৃহস্পতিবার এ খবর জানায়।
ইসরাইলী গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত সপ্তাহে তেহরানে ইউলিয়া ইউজিককে(৩৮) গ্রেফতার করা হয়।
ইরান সরকারের একজন মুখপাত্র বলেন, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তাকে আটক করা হয়।
কিন্তু রুশ দূতাবাস বলছে, তার বিরুদ্ধে ইসরাইলী নিরাপত্তা বাহিনীর হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে।
টুইটারে রুশ দূতাবাস বলছে, রুশ পররাষ্ট্র দপ্তর ও তেহরানে রুশ দূতাবাসের যৌথ প্রচেষ্টার কারণে ইরান ইউলিয়াকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।
সে এখন মস্কোর পথে রয়েছে বলে দূতাবাস থেকে বলা হয়েছে।
ইউলিয়ার সাবেক স্বামী সাংবাদিক বরিস ভতিশেকোভস্কি তার ফেইসবুকে জানিয়েছে, ইউলিয়া ইতোমধ্যে মস্কো পৌঁছেছে।
ইউলিয়া নিউজউইকের রুশ সংস্করণসহ বেশ কিছু সংবাদমাধ্যমে কাজ করেছেন।