কুর্দিদের হাত থেকে ‘শীর্ষ’ ২ জিহাদিকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে যুক্তরাষ্ট্র

152

ওয়াশিংটন, ১০ অক্টোবর, ২০১৯ (বাসস ডেস্ক): সিরিয়ার কুর্দিদের হাতে আটক দুই ‘শীর্ষ’ জিহাদিকে দেশটি থেকে সরিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। বুধবার প্রতিরক্ষা কর্মকর্তা একথা জানান।
তাদেরকে দ্য বিটলস’ নামে খ্যাত ব্রিটিশ যোদ্ধা হিসেবে শনাক্ত করা হয়েছে। খবর এএফপি’র।
ইসলামিক স্টেট গ্রুপ এবং জিহাদিদের আটকে রাখা কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর কথা উল্লেখ করে নাম প্রকাশ না করার শর্তে ওই প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘আমি নিশ্চিত করছি যে আমরা এসডিএফের হাত থেকে আইএসআইএসের দুই শীর্ষ জিহাদিকে নিরাপত্তা হেফাজতে নিয়েছি।
এ কর্মকর্তা আরো বলেন, ‘তাদেরকে সিরিয়া থেকে সরিয়ে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে।’ তবে তাদের কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। যুদ্ধ আইন অনুযায়ী তাদের সামরিক হেফাজতে রাখা হয়েছে।’