পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ৪ হাজার ৬৪৩ কোটি ৫০ লাখ টাকার বাজেট অনুমোদন

557

ঢাকা, ২৭ জুন, ২০১৮ (বাসস) : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ২০১৮-২০১৯ অর্থবছরে মূল বাজেটে (অনুন্নয়ন) ৪০টি পাবলিক বিশ^বিদ্যালয়সমূহের জন্য ৪ হাজার ৬৪৩ কোটি ৫০ লাখ টাকা এবং বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের জন্য ৩৮ কোটি ০৫ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে।
এছাড়াও, দেশের ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করেছে ইউজিসি।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান-এর সভাপতিত্বে কমিশনের ১৫১ তম পূর্ণ কমিশন সভায় আজ বুধবার এ বাজেট অনুমোদিত হয়। ইউজিসি সচিব ড. মোঃ খালেদ সভায় বাজেট উপস্থাপন করেন।
দেশের ৪০টি পাবলিক বিশ^বিদ্যালয়ের ২০১৭-২০১৮ অর্থবছরে মূল বাজেট (অনুন্নয়ন) ছিল ৪ হাজার ১৫২ কোটি ০১ লাখ টাকা, যা সংশোধিত বাজেটে বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৩২৪ কোটি ৬১ লাখ টাকায় উন্নীত হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের ব্যয় নির্বাহের জন্য ২০১৭-২০১৮ অর্থবছরে বাজেট (অনুন্নয়ন) ছিল ৩৭ কোটি ৩০ লাখ টাকা, যা সংশোধিত বাজেটে বৃদ্ধি পেয়ে ৩৭ কোটি ৮০ লাখ টাকায় উন্নীত হয়েছে।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, পরিকল্পনা কমিশনের ইন্ডাস্ট্রি এন্ড এনার্জি ডিভিশনের সদস্য শামিমা নারগিস, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন, ইউজিসি সদস্য অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।