ফরিদপুরে উদীচীর সত্যেন সেন জাতীয় গণসঙ্গীত উৎসব অনুষ্ঠিত

471

ফরিদপুর, ২৩ মার্চ, ২০১৮ (বাসস) : বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি, ঢাকা (দক্ষিণ) কমিটির আয়োজনে শুক্রবার দিনব্যাপী সত্যেন সেন গণসঙ্গীত প্রতিযোগিতা ও জাতীয় গণসঙ্গীত উৎসব-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
উদীচী ফরিদপুর জেলা সংসদের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমীতে এ উৎসবের আয়োজন করা হয়।
ঢাকা দক্ষিণ বিভাগের আহ্বায়ক ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি প্রফেসর আব্দুল মোতালেব এ উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনার প্রবাদ পুরুষ ও উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন স্মরণে এ গণসঙ্গীত উৎসব নতুন প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। এ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীরা অসাম্প্রদায়িক ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সাহায্য করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক চৌধুরী হাফিজুর রহমান মিন্টু, গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি ও ঢাকা দক্ষিণ বিভাগের সদস্য সচিব নাজমুল ইসলাম, কেন্দ্রীয় সংসদের সদস্য অনিকেত আচার্য, এ্যাড. শিপ্রা গোস্বামী ও উত্তম দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের শিল্পী নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিকেলে গণসংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।