রুয়ান্ডায় হামলায় নিহত ৮, আহত ১৮

307

কিগালি, ৬ অক্টোবর, ২০১৯ (বাসস ডেস্ক) : রুয়ান্ডার উত্তরাঞ্চলে ভলকানোস ন্যাশনাল পার্কের কাছে গতরাতে বন্দুকধারীদের হামলায় ৮ জন নিহত ও অপর ১৮ জন আহত হয়েছে। পার্কটির কাছেই এ পার্বত্য এলাকা গেরিলাদের নিরাপদ আবাসস্থল হিসেবে সুপরিচিত।
ট্যুরিজম কর্মকর্তারা জানিয়েছেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সীমান্তের কাছে মুসানজি জেলায় ওই হামলার পর পার্কটির সকল পর্যটক নিরাপদে ছিল।
এক মুখপাত্র বলেছেন, একটি সন্ত্রাসী গ্রুপ প্রচলিত অস্ত্র নিয়ে এ হামলা চালায়।
তারা ৮ জনকে হত্যা করেছে। তাদের মধ্যে ৬ জনকে দেশীয় অস্ত্র এবং ২ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত ১৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ এক বিবৃতিতে জানায়, নিরাপত্তাবাহিনী হামলাকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে।
রুয়ান্ডান ডেভেলপমেন্ট বোর্ড এই হামলায় উদ্বেগ প্রকাশ করেছে।
গণপ্রজাতন্ত্রী কঙ্গো থেকে রুয়ান্ডান বিদ্রোহীরা এই এলাকা লক্ষ্য করে বারবার হামলা চালিয়ে আসছে। সর্বশেষ বিদ্রোহীরা গত ডিসেম্বরে হামলা চালিয়ে ২ রুয়ান্ডান সৈন্যকে হত্যা করে।