বাসস প্রধানমন্ত্রী-৬ : ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা

506

বাসস প্রধানমন্ত্রী-৬
শেখ হাসিনা-কোবিন্দ
ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা
নয়াদিল্লী, ৫ অক্টোবর, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আজ নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে কোবিন্দের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ জানান।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন কর্মসূচিতে যোগদানে বাংলাদেশ সফরের জন্য ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানিয়েছেন।’
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিভিন্ন খাতে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল। পররাষ্ট্র সচিব ভারতের রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বাংলাদেশ বিভিন্ন আর্থ-সামাজিক খাতে চমৎকার অগ্রগতি অর্জন করেছে। এটি এখন উন্নয়নের একটি রোল মডেল।’
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
বাসস/এএইচজে/অনুবাদ-এবিএইচ/২২২০/মমআ/-এবিএইচ