বাসস দেশ-৩০ : মোহাম্মদপুরে বিহারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ : আহত ১২

236

বাসস দেশ-৩০
বিহারী-সংঘর্ষ-আহত
মোহাম্মদপুরে বিহারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ : আহত ১২
ঢাকা, ৫ অক্টোবর, ২০১৯ (বাসস) : বিল বকেয়া রাখায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় আজ দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের বিহারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
এ সময় বিহারীরা পুলিশের গাড়ি ভাঙচুর এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের ১১ সদস্য আহত হয়েছেন। এ সময় রকি হোসেন (২২) নামে এক যুবক আহত হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান বাসস’কে এ তথ্য জানান।
তিনি বলেন, বিহারীদের কাছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রায় ৩১ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। কয়েকদিন আগে সংস্থাটির লোকজন এসে জেনেভা ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ নিয়ে বিক্ষোভ হয়। তখন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবার বিদ্যুৎ সংযোগ দেয়।
এরপরও বিল পরিশোধ না করায় পুনরায় বিদ্যুৎ বিছিন্ন করায় এ ঘটনার সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তেজগাঁও বিভাগের ডিসি জানান।
বাসস/এমএমবি/২১১৮/-আসাচৌ