বাসস দেশ-১৫ : মহাষষ্ঠী’র মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু

244

বাসস দেশ-১৫
দূর্গোৎসব-শুরু
মহাষষ্ঠী’র মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু
ঢাকা, ৪ অক্টোবর, ২০১৯ (বাসস) : রাজধানীসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।
মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে আজ শুক্রবার শুরু হয় পাঁচ দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব।
পঞ্চমী তিথিতে বেলশাখায় দেবী দুর্গার বোধন হয়েছে। দক্ষিণায়নের নিদ্রিত দেবীর নিদ্রা ভাঙার জন্য পারিবারিক ম-পেও পূজা করা হয়।
জগতের মঙ্গল কামনায় কৈলাসবাসী দেবীর এবারের আগমন ঘটেছে ঘোড়ায় চড়ে। আবার বিজয়া দশমীতেও দেবী দুর্গা ঘোড়ায় চড়েই কৈলাসে ফিরবেন।
এবছর সারাদেশে ৩১ হাজার ৮শ’ পূজামন্ডপে পূজা-আর্চনা চলছে। জেলা পর্যায়ে সর্বাধিক পূজামন্ডপ রয়েছে চট্টগ্রামে।
পূজা উপলক্ষে রাজধানীসহ দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হযেছে।
বাসস’র চট্টগ্রাম অফিস জানায়, এ জেলায় ২ হাজার ১৪৪টি মন্ডপে পূজা-আর্চনার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করছে।
এ উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব উদ্বোধন করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
নগরীর জামালখান কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চলছে মায়ের আরাধনা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত জানান, সারাদেশে ৩১ হাজারের বেশি ম-পে এবার শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।
বাসস/জিই/জেডআরএম/২০৩২/-এইচএন