বাসস দেশ-১২ : ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

270

বাসস দেশ-১২
ডিসি-সভা-শিক্ষা
ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুর, ৪ অক্টোবর, ২০১৯ (বাসস) : ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘মিট দ্য ডিসি’ শিরোনামে শিক্ষাবিষয়ক এক মতবিনিময় সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ফরিদপুর পৌরসভার ১০ টি বিদ্যালয়ের সেরা ১০ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, সহকারী কমিশনার হাসান মো: হাফিজুর রহমান, মো: বায়েজিদুর রহমান, আফরোজ শাহীন খসরু, রিফাত আরা মৌরী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান উজ্জামান, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মাৎ আফরোজা খানম, ঈশান বালিকা উচ্চচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদুর নাহার পান্না, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, আনসার উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু জাফর শেখ, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলমগীর হোসেন, হালিমা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম মো: বদরুদ্দোজা, মহিম ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মো: ওবায়দুর রহমান, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদীন, পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক মু. আব্দুল কাইয়ুম শেখ, ফরিদপুর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক চন্দ্র শেখর দাস যোগ দেন।
জেলা প্রশাসক প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নামে স্বাক্ষরিত কার্ড প্রদান করেন এবং স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সমস্যা নিরোধ-সম্ভাবনা সৃষ্টিতে কাজ করতে পরামর্শ দেন।
জেলা প্রশাসক আরো বলেন ‘আমার গ্রাম আমার শহর, ফরিদপুর হবে শিক্ষা নগর’ হৃদয়ে ধারণ করে ফরিদপুর জেলাকে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান ।
উপজেলা পর্যায়েও ‘মিট দ্যা ইউএনও’ শিরোনামে অনুরূপ কর্মসূচি পালিত হবে বলে তিনি জানান। এটি প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে।
বাসস/সংবাদদাতা/অমি/১৯৪৮/জেহক