৬৬০ মিনিট পর গোল খড়া কাটলেন মেসি

363

সেন্ট পিটার্সবার্গ (রাশিয়া), ২৭ জুন ২০১৮ (বাসস) : ফুটবল বিশ্বকাপে টানা ৬৬০ মিনিট পর অবশেষে গোলের দেখা পেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। গতরাতে ২১তম বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ১৪ মিনিটে একক নৈপুণ্যে গোল করেন মেসি। যার মধ্য দিয়ে ৬৬০ মিনিট গোল করতে না পারার খড়া কাটলেন মেসি।
২০১৪ সালের বিশ্বকাপ থেকে মেসির গোল খড়া শুরু হয়েছিলো। অর্থাৎ গত বিশ্বকাপে গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করেছিলেন মেসি। সেটিই ছিলো বিশ্বকাপে মেসির সর্বশেষ গোল।
এরপর গেল বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধ, শেষ ষোলো, কোয়ার্টারফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে অংশ নেন মেসি। গত আসরের কোয়ার্টারফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ অতিরিক্ত সময়ে গড়িয়েছিলো। অতিরিক্তি সময়েও গোলের দেখা পাননি তিনি। এবারের বিশ্বকাপের প্রথম দু’ম্যাচেও গোল বঞ্চিত ছিলেন মেসি। তাই সবমিলিয়ে ৬৬০ মিনিট গোল বঞ্চিত ছিলেন মেসি।
অবশেষে নাইজেরিয়ার বিপক্ষে গোল দিয়ে আবারো বিশ্বকাপের মঞ্চে গোলের স্বাদ নিলেন বিশ্ব ফুটবলের ক্ষুদে জাদুকর মেসি।