বাসস দেশ-৩৫ : মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে শিক্ষার্থীদের প্রতি শিল্প প্রতিমন্ত্রীর আহ্বান

520

বাসস দেশ-৩৫
শিল্প প্রতিমন্ত্রী-ইতিহাস
মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে শিক্ষার্থীদের প্রতি শিল্প প্রতিমন্ত্রীর আহ্বান
ঢাকা, ৩ অক্টোবর, ২০১৯ (বাসস) : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
আজ রাজধানীর মিরপুরের রূপনগরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখায় ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
শিল্প প্রতিমন্ত্রী বলেন,সঠিক ইতিহাসের মধ্য দিয়ে একটি দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। পাশাপাশি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আহ্বানে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নে যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদের অপরিমেয় ত্যাগের কথাও জানতে এবং জানাতে হবে ।
প্রতিমন্ত্রী এসময় জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি পড়ে তা চর্চা করার জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ দেন।
বাসস/সবি/এসএস/২০৪৫/এইচএন