জুলাই মাসে সেবাখাতে ৫৩ কোটি ডলারের রফতানি আয়

258

ঢাকা, ৩ অক্টোবর, ২০১৯ (বাসস) : চলতি অর্থবছরের (২০১৯-২০) প্রথম মাসে (জুলাই) সেবা খাতে রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ কোটি ২৬ লাখ মার্কিন ডলার। যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৬২ শতাংশ বেশি। রফতানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, জুলাই মাসে সেবাখাতে বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় রফতানি আয় বৃদ্ধি পেলেও লক্ষ্যমাত্রায় পিছিয়ে পড়েছে। এ সময়ে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৭০ কোটি ৮৩ লাখ ডলার। আর ২০১৮-১৯ অর্থবছরের জুলাই মাসে সেবাখাতে রফতানির পরিমাণ ছিল ৫১ কোটি ৪ লাখ ডলার।
রফতানি আয়ের মধ্যে সরাসরি সেবা খাত থেকে এসেছে ৫২ কোটি ৬২ লাখ। বাকিটা দেশের বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজগুলোর কেনা পণ্য ও সেবা এবং মার্চেন্টিংয়ের অধীনে পণ্য বিক্রির আয়।
এর মধ্যে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি থেকে ৪ কোটি ৫১ লাখ ডলার, বিভিন্ন ধরনের পরিবহন সেবা থেকে ৪ কোটি ৮৭ লাখ ডলার, বীমা ব্যতীত অন্যান্য আর্থিক সেবা খাত থেকে ৯৫ লাখ ডলার, ভ্রমণ সেবা উপ-খাত থেকে ৩ কোটি ৪০ লাখ ডলার রফতানি আয় এসেছে।
এদিকে,চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পণ্য রফতাণি থেকে আয় হয়েছে ৬৭৩ কোটি ২১ লাখ ডলার।