ডেঙ্গুর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন প্রায় ৯৮ শতাংশ রোগী

168

ঢাকা, ৩ অক্টোবর, ২০১৯ (বাসস) : সারা দেশে গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু রোগের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮৭ হাজার ৩৬৬ জন, যা হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর প্রায় ৯৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আজ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০০ জন। এদিকে বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তিকৃত ডে্গংু রোগী আছেন ১ হাজার ৪১৯ জন। এ যাবত ৮১ জনের বলে নিশ্চিত করা হয়েছে।