বাসস বিদেশ-৪ : দক্ষিণ কোরিয়ায় টাইফুনে ৯ জনের প্রাণহানি

120

বাসস বিদেশ-৪
দক্ষিণ কোরিয়া টাইফুন
দক্ষিণ কোরিয়ায় টাইফুনে ৯ জনের প্রাণহানি
বুসান(দক্ষিণ কোরিয়া), ৩ অক্টোবর, ২০১৯(বাসস ডেস্ক): দক্ষিণ কোরিয়ায় টাইফুন মিতাগের আঘাতে অন্তত নয় জনের প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হয়েছে। টাইফুনের প্রভাবে দেশটিতে ভারি বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যাচ্ছে।
দেশটির দক্ষিণাঞ্চলে বুধবার রাতে টাইফুন আঘাত হানে। এ সময়ে দুর্র্গত এলাকায় তাৎক্ষণিক বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করা হয়।
স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবার বিকেল নাগাদ মোট নয় জনের প্রাণহানি হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
মন্ত্রণালয় আরো বলছে, ঝড়ে এক হাজার বাড়িঘর ধ্বংস এবং দেড় হাজারেরও বেশি লোককে তাদের বাড়িঘর থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
মিতাগ চলতি বছরের ১৮তম টাইফুন এবং কোরীয় উপদ্বীপে আঘাত হানা সপ্তম ঝড়।
বাসস/জুনা/১৭২৭/কেএমকে