আজকের শিশুরাই হবে উন্নত দেশের সুফলভোগী

309

জয়পুরহাট, ৩ অক্টোবর, ২০১৯ (বাসস) : সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক শিশু সমাবেশে বক্তারা বলেছেন, আজকের শিশুরাই হবে উন্নত দেশের সুফলভোগী তাই টেকসই উন্নয়নের কোন বিকল্প নেই। জেলার প্রত্যন্ত অঞ্চল দোগাছী ইউনিয়নের দোগাছী উচ্চ বিদ্যালয়ে বৃহষ্পতিবার সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার অভিযানের অংশ হিসেবে এক শিশু সমাবেশের আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিস আয়োজিত শিশু সমাবেশে সভাপতিত্ব করেন দোগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত শিশু সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের ২০২১ ভিশন ও ২০৪১ সালের উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন তুলে ধরা হয়। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ বিষয়ে বিভিন্ন উন্নয়ন কর্মসূচী নিয়ে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, জেলা তথ্য কর্মকর্তা মাহফুজুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উমা রানী দাস, দোগাছী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন প্রমূখ। আজকের শিশুরা হবে উন্নত দেশের সুফলভোগী তাই টেকসই উন্নয়নের কোন বিকল্প নেই উল্লেখ করে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে সরকার। পরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ছাত্রীদের মাঝে বিনামূুল্যে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।