বাজিস-১০ : বরগুনায় দিনব্যাপী ইলিশ উৎসব অনুষ্ঠিত

277

বাজিস-১০
বরগুনা-ইলিশ উৎসব
বরগুনায় দিনব্যাপী ইলিশ উৎসব অনুষ্ঠিত
বরগুনা, ২ অক্টোবর, ২০১৯ (বাসস) : জেলায় আজ বুধবার দিনব্যাপী ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে প্রথমবারের মতো দিনব্যাপি এ ইলিশ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
স্থানীয় সার্কিট হাউস মাঠে আজ সকাল সাড়ে ১০টায় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মারুফ হোসেন বেলুন উড়িয়ে ইলিশ উৎসবের উদ্বোধন করেন।
এর আগে উৎসবের কর্মসূচি হিসেবে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উৎসব শুরু হওয়ার পর ইলিশ মাছের উপরে একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা উৎসবের স্টলগুলো পরিদর্শন করেন।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ উৎসবে ইলিশ বিক্রি, রান্নাকরা নানা ধরনের ইলিশের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরগুনার জেলা প্রশাসন মোস্তাইন বিল্লাহ জানান, যে ১০টি দেশে ইলিশ মাছ পাওয়া যায় তার মধ্যে শুধু বাংলাদেশের জলসীমানায় ৬৬ ভাগ ইলিশ পাওয়া যায়। আর বাংলাদেশে প্রাপ্ত ইলিশের মধ্যে বরগুনা জেলায় একপঞ্চমাংশ পাওয়া যায়।
বাসস/সংবাদদাতা/২১১৫/-এমকে