বাসস দেশ-৩২ : ভারতীয় হাই কমিশনে গান্ধীজির জন্মদিন পালন

247

বাসস দেশ-৩২
মহাত্মা গান্ধী-জন্মবার্ষিকী
ভারতীয় হাই কমিশনে গান্ধীজির জন্মদিন পালন
ঢাকা, ২ অক্টোবর, ২০১৯ (বাসস) : বছরব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন আজ গান্ধীজির জন্মদিন পালন করেছে। শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
বুধবার ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ঢাকার দিল্লী পাবলিক স্কুল ও এস.এফ.এক্স. গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশ স্কাউটস’র সদস্যরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। মহাত্মা গান্ধীর আদর্শ কিভাবে তাদের অনুপ্রাণিত করেছে সে বিষয়ে তারা বক্তব্য রাখেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারত সরকারের মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে,বিশ্বের ১২৪টিরও বেশি দেশের শিল্পীরা তাঁর (মহাত্মা গান্ধী) প্রিয় ভজন ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’ গেয়ে গান্ধীজির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ভারতীয় হাই কমিশনার গান্ধীজির প্রিয় ভজন পরিবেশনার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রাক্তন আইসিসিআর শিক্ষার্থী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’ বইটি উপহার দেন।
অনুষ্ঠানে শর্মিলা ব্যানার্জী ও তাঁর দল সংগীত পরিবেশনের মাধ্যমে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানান।
বাসস/সবি/জেডআরএম/২০১১/অমি