রাষ্ট্রপতি আজ খুলনা সফরে যাবেন

746

ঢাকা, ১ অক্টোবর, ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ খুলনার খালিসপুরে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে খুলনা সফরে যাচ্ছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন সোমবার সন্ধ্যায় বাসস’কে জানান, ‘রাষ্ট্রপতি খুলনার খলিসপুরে বিএনএস বেস তিতুমীরে ন্যাশনাল স্ট্যান্ডার্ড কনফারমেন্ট সিরিমোনিসহ বাংলাদেশ নৌবাহিনীর বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে দু’দিনের সফরে আজ ঢাকা ত্যাগ করবেন।
রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি বিকেলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তিনি বুধবার বিএনএস বেস তিতুমীরের ন্যাশনাল স্ট্যান্ডার্ড কনফারমেন্ট সিরিমোনিতে ভাষণ দেবেন।
বিএনএস তিতুমীর বাংলাদেশী নৌবাহিনীর একটি নৌঘাঁটি। খুলনায় অবস্থিত এই নৌঘাঁটিটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরে প্রতিষ্ঠা করা হয়। ওই নৌঘাঁটিতে সাধারণত সরবরাহ শাখা অফিসার এবং নাবিকদের কেরিয়ারের বিভিন্ন স্তরে পেশাদারিত্ব্যের প্রশিক্ষণ দেয়া হয়।
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ বুধবার সন্ধ্যায় খুলনা থেকে ঢাকায় ফিরে আসবেন।