চট্টগ্রামকে তামাকমুক্ত শহরে পরিণত করা হবে : মেয়র নাছির

331

চট্টগ্রাম, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে বাস্তবায়নে চট্টগ্রামকে মডেল তামাকমুক্ত শহরে পরিণত করা হবে।
তিনি বলেন, এ জন্য চট্টগ্রাম মহানগরের প্রতিটি ওয়ার্ডকে ক্রমান্বয়ে তামাকমুক্ত করতে পরিকল্পনা গ্রহণ এবং ওয়ার্ড ভিত্তিক তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হবে ।
মেয়র আজ নগরীর টাইগারপাসে চসিক ভবনের সামনে তামাকমুক্ত চট্টগ্রাম বিষয়ক প্রচারাভিযান উদ্বোধনের এসব একথা বলেন।
‘সবুজ ও পরিচ্ছন্ন নগরী, তামাকমুক্ত চট্টগ্রাম গড়ি’ স্লোগানে এই প্রচারাভিযানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা।
ইপসার প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরোর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, ইপসার উপ-পরিচালক নাছিম বানু শ্যামলী, মো. আলমগীর সবুজ প্রমূখ।