মেহেরপুরে মাঠপর্যায়ে কলসেন্টার ‘৩৩৩’ বিষয়ক সংবাদ সম্মেলন

464

মেহেরপুর ২৯ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস): জেলায় মাঠপর্যায়ে ‘কলসেন্টার-৩৩৩’-এর প্রচারণার লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসন আজ এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আতাউল গনি।
অনুষ্ঠানে কলসেন্টার ‘৩৩৩’-এর নাগরিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন আইসিটি ডিভিশনের প্রোগ্রামার আলিমুজ্জামান খান।
জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, দেশের মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দিতে ১২ এপ্রিল ২০১৮ তারিখে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ‘৩৩৩’ এ কলসেন্টারের কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বলেন, এই কলসেন্টারে ফোন করে সামাজিক সমস্যা, সরকারি বিভিন্ন দফতরের সেবা, বাল্যবিবাহ, ভোক্তা অধিকার, ইভটিজিং, আবহাওয়ার খবর, যোগাযোগসহ বিভিন্ন ধরনের সেবা পাওয়া যাবে।
সহকারি কমিশনার কাজি অনিক ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, জেলা তথ্য অফিসার মোহম্মদ আলী, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাংবাদিক মাহাবুব চান্দু, দিলরুবা খাতুন প্রমুখ।