বাজিস-৩ : ঝিনাইদহে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স’ অনুষ্ঠিত

109

বাজিস-৩
ঝিনাইদহ- স্কুল ব্যাংকিং
ঝিনাইদহে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স’ অনুষ্ঠিত
ঝিনাইদহ, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় শিক্ষার্থীদের সঞ্চয়মুখী ও ব্যাংকিং সেবার প্রতি আগ্রহী করার লক্ষ্যে আজ ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় শিশু একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- খুলনায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন খান।
ব্যাংক এশিয়া লিমিটেডের ঝিনাইদহ শাখার দায়িত্বপ্রাপ্ত এ্যাসিসটেন্ট ভাইস-প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন- খুলনায় বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আমজাদ হোসেন খান, জনতা ব্যাংকের ডিজিএম শাহাজাহান মোল্লা, জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামানসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
কনফারেন্সে জেলা শহরের ২৩টি ব্যাংকের শাখা প্রধান এবং ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/১৮২০/এমকে