বিমান বাহিনীর নির্মিত প্রামাণ্য চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত

326

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনীর অবদানের উপর নির্মিত ‘হিরো’স অব বিএফ’এবং ‘কিলো ফ্লাইট’ প্রামাণ্য চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাংলাদেশ বিমান বাহিনীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহিনীর ব্যবস্থাপনায় নির্মিত প্রামাণ্যচিত্র দুটির প্রিমিয়ার শো বিএফ শাহীন হলে প্রদর্শিত হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রধান অতিথি হিসেবে থেকে প্রামাণ্যচিত্র দুটির প্রিমিয়ার শো উদ্ভোধন করেন।
এর আগে প্রধান অতিথি অনুষ্ঠান স্থলে এসে পৌছালে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত তাকে স্বাগত জানান।
প্রধান অতিথি নির্মিত তথ্যনির্ভর এই প্রামাণ্যচিত্র দুটি নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানান এবং বাংলাদেশ বিমান বাহিনীকে ধন্যবাদ প্রদান করেন।
তিনি বলেন, নির্মিত তথ্য চিত্র দু’টি ভবিষ্যত প্রজন্মের নিকট স্বাধীনতার চেতনা ও দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অনুকরণীয় হয়ে থাকবে।
তথ্যচিত্র দু’টি নির্মাণকালে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, আমন্ত্রিত অতিথি, কিলোফ্লাইটের বীরযোদ্ধা এবং প্রামাণ্যচিত্র নির্মাণের সাথে জড়িত কলা-কুশলীসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।