বাসস প্রধানমন্ত্রী-৬ (প্রথম কিস্তি) : এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছুই নেই : শেখ হাসিনাকে মোদি

264

বাসস প্রধানমন্ত্রী-৬ (প্রথম কিস্তি)
শেখ হাসিনা-মোদি
এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছুই নেই : শেখ হাসিনাকে মোদি
নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করে বলেছেন, জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। আজ নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মোদি এই আশ্বাস দেন।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভারতের প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার সম্পর্ক বজায় রয়েছে। তাই এ ধরনের ইস্যু নিয়ে উদ্বেগের কিছুই নেই।’
বৃহস্পতিবার বিকেলে লোতে নিউইয়র্ক প্যালেস হোটেলে দ্বিপক্ষীয় সভাকক্ষে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় নেতা তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয় নিয়েও আলোচনা করেন।
চলবে/বাসস/এসএইচ/অনুবাদ-এবিএইচ/০০৪০/এবিএইচ