বাসস ক্রীড়া-১ : শেষ ষোলর জন্য পয়েন্ট নিশ্চিত করতে চায় সুইজারল্যান্ড

338

বাসস ক্রীড়া-১

ফুটবল-বিশ্বকাপ-সুইজারল্যান্ড-কোস্টারিকা-প্রিভিউ

শেষ ষোলর জন্য পয়েন্ট নিশ্চিত করতে চায় সুইজারল্যান্ড

নিজনি নভগোরোদ (রাশিয়া), ২৭ জুন, ২০১৮ (বাসস/এএফপি) : দল নিয়ে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনা থেকে মুক্তি পেতে এবং নক আউট পর্বে জায়গা করে নিতে আজ  নিজনি নভগোরোদে  পয়েন্ট লাভ নিশ্চিত  করতে চায় সুইজারল্যান্ড। ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে এখনো পর্যন্ত কোন পয়েন্ট না পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিঠকে পড়া কোস্টা রিকার বিপক্ষে। দিনের  একই সময়ে অনুষ্ঠিতব্য গ্রুপের আরেক ম্যাচে অংশগ্রহণকারী ব্রাজিলের দিকেই অবশ্য বেশি নজর থাকবে বিশ্ববাসীর। কিন্তু একই দিন সুইজারল্যান্ডের  সামনে থাকবে শেষ ষোলতে স্থান করে নেয়ার সুযোগ। ইতোমধ্যে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে সুইসরা ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ২-১ গোলে হারিয়েছে সার্বিয়াকে। অপরদিকে কোস্টারিকা তাদের প্রথম ম্যাচে ১-০ গোলে হেরে যাবার পর দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের কাছে হেরেছে ২-০ গোলে। যে কারণে কাল ড্র পেলেই শেষ ষোলতে না লেখাতে পারবে সুইজারল্যান্ড। আর জয় পেলে তো কোন কথাই নেই। যদি তারা বড় জয় পায় তাহলে তাদের সুযোগ থাকবে গ্রুপ সেরা হয়ে নক আউট পর্বে যাওয়ার। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানীর মোকাবেলা করতে হতে পারে। একই সময়ে অনুষ্ঠিতব্য গ্রুপের অপর ম্যাচে যদি ব্রাজিল সার্বিয়াকে হারিয়ে দেয়, তাহলে কোস্টারিকার কাছে হেরে গেলেও শেষ ষোলতে খেলার সুযোগ পাবে সুইজারল্যান্ড।গত সোমবার গোল উদযাপনে বিতর্কিত ভঙ্গিমার দায়ে দুই ম্যাচে নিষেধাজ্ঞার হুমকিতে পড়েছিলেন  সুইজারল্যান্ডের তিন তারকা  ফুটবলার গ্রানিট ঝাকা, জের্ডান শাকিরি এবং স্টেফান লিচেটস্টেইনার। সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে শাকিরি ও ঝাকা গোল উদযাপনের সময় ‘ডাবল ঈগলের আদলে’ অঙ্গভঙ্গি করেন, যেটি আলবেনিয়ার পতাকার চিহ্ন। তাদের সঙ্গে ওই উদযাপনের সামিল হন লিচেটস্টেইনার। ফুটবলে কোন রাজনীতিকে টেনে আনার বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় ‘অখেলোয়াড় সুলভ’ আচরণের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। যে কারণে কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগেই তাদের জরিমানা করেছে ফিফা। শাকিরি ও ঝাকা হচ্ছেন জাতিগত ভাবে আলবেনিয়, যাদের শিকড় এক সময়ের  সার্বিয়ান অঙ্গরাজ্য কসোভো। যারা নিজেদের স্বাধীন বলে ঘোষণা দিয়েছে। তবে সেটি অনুমোদন করেনি বেলগ্রেড।১৯৯০ এর দশকে স্বাধীনতা নিয়ে সার্বিয় সেনা এবং আলবেনিয় যোদ্ধাদের মধ্যে সংগঠিত সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত এবং গৃহহীন হয়ে পড়েছিল। কসোভো হচ্ছে আলবেনীয় জনসংখ্যা অধ্যুসিত। যারা আলবেনীয় পতাকা দিয়ে পরিচয় বহন করেন। আর ওই পতাকায় চিহ্ন হচ্ছে ডাবল ঈগল। আজকের  ম্যাচের বাঁধা টপকাতে পারলে সুইজারল্যান্ড ১৯৫৪ সালের পর প্রথমবারের মত নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। অপরদিকে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে কোস্টারিকা। কিন্তু এবারের আসরে অসকার রামিরেজের দলটি এখনো পর্যন্ত একটি জয়ও পায়নি। আদায় করতে পারেনি কোন গোল। এর আগে ২০০৬ সালে গ্রুপ পর্বের তিন ম্যাচে পয়েন্ট আদায়ে ব্যর্থ হয়েছিল দলটি।সুইজারল্যান্ড গোলরক্ষক : ইয়ান সমের(১), রোমান বুরকি (২১), ইভোন এমভোগো (১২)।রক্ষণভাগ :  স্টেফান লিচেটস্টেইনার (২), রিকার্ডো রদ্রিগুয়েজ (১৩), ফ্যাবিয়ান শার (২২), মাইকেল  ল্যাং (৬), ম্যানুয়েল  আকানজি (৫), নিকো  এলভেদি (৪), জোহান দিউরু (২০), ফ্রাঙ্কোইস মুবান্দি(৩)।মধ্যমাঠ : ভ্যালন বেহরামি (১১), জের্ডান শাকিরি(২৩), গ্রানিট ঝাকা(১০), ব্লেরিম ডেমাইলি(১৫), জেলসন ফার্নান্দেস (১৬), রেমো ফ্রিউলার(৮),  ডেনিস জাকারয়িা(১৭), স্টেভেন জুবের(১৪)।আক্রমন ভাগ: জোসিপ ড্রামিচ(১৯),  ব্রিল এম্বোলো(৭), মারিও গাভরানোভিচ(১৮), হ্যারিস  সেফেরোভিচ (৯)। কোচ: ভøাদিমির পেটকোভিচকোস্টারিকা:গোলরক্ষক: কাইলর নাভাস (২১), প্যাট্রিক পেম্বারটন (১৮, লিওনেল মোরেইরা (২৩)।রক্ষন ভাগ: ক্রিস্টিয়ান গাম্বোয়া (১৬), ইয়ান স্মিথ (৪),  রোনাল্ড মাতারিতা (২২), ব্রায়ান ওভিডো (৮), অস্কার দুয়ার্তে (৬), জিয়ানকার্লো গঞ্জালেজ (৩), ফ্রান্সিসকো কালভো(১৫), কেন্ডাল ওয়াটসন (১৯), জনি এ্যাকোস্টা (২)।মধ্য মাঠ: ডেভিড গুজম্যান (২০), ইয়েলতসিন তেইয়েদা (১৭), চেলসো বর্গেস (৫),  র‌্যান্ডল আজোফেইফা (১৪), জোহান ভেনেগাস (১১),  রন্ডি ওয়ালেচ (১৩), ক্রিস্টিয়ান বোলানোস (৭)।আক্রমণ ভাগ: ড্যানিয়েল কলিন্ডার্স (৯), ব্রায়ান রুইজ (১০), জোয়েল ক্যাম্পবেল (১২), মার্কে উরেনা (২১)।কোচ: অসকার  রামিরেজ।

বাসস/এএফপি/এমএইচসি/০৯১৫/মোজা/স্বব