ভারতে ৭টি রাজ্যে ২৬টি আসনে ভোট গ্রহণ শুরু

380

নয়াদিল্লি, ২৩ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষের (রাজ্যসভা) ২৬টি আসনের জন্য শুক্রবার ৭টি রাজ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়া’র।
কর্মকর্তারা জানান, উত্তর প্রদেশ, পশ্চিম বঙ্গ, কর্নাটক, ঝাড়খন্দ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও কেরালা রাজ্যে স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষ হলে গণনা শুরু হবে।
উচ্চকক্ষের বেশিরভাগ সদস্যই পরোক্ষভাবে রাজ্য কর্তৃক নির্বাচিত। আঞ্চলিক বিধান সভায় প্রত্যেকের একটি ভোট রয়েছে।
কর্মকর্তা জানান, ৭টি রাজ্যের ‘রাজ্যসভার ৫৯টি আসনের মধ্যে ২৬টি শূন্য আসনে ভোট গ্রহণ হয়েছে। ৩৩ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।’
রাজনীতিক বিশ্লেষকরা বলেছেন, বৃহত্তম দল হিসেবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দলের অবস্থান সংহত করতে উচ্চকক্ষে একডজন আসনে বিজয়ের ব্যাপারে আশাবাদী।