বাসস ক্রীড়া-১৭ : ইনজুরির কারণে দ:আফ্রিকা সিরিজে ভারতীয় দলে নেই বুমরাহ

255

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-ভারত-বুমরাহ
ইনজুরির কারণে দ:আফ্রিকা সিরিজে ভারতীয় দলে নেই বুমরাহ
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর ২০১৯ (বাসস/এএফপি) : ইনজুরির কারণে নিজ মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারছেন না ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। তার পিঠের নীচের অংশ চিড় ধরা পড়েছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে।
আগামী ২ অক্টোবর ভারতের বিশাখাপতœমে শুরু হতে যাওয়া তিন টেস্ট সিরিজের জন্য গঠিত ১৫ সদস্যের দলে বুমরার পরিবর্তে জায়গা পেয়েছেন উমেষ যাদব। বিসিসিআই জানায়, ‘নিয়মিত রেডিওলজিক্যাল স্ক্রিনিংয়ের সময় বুমরাহর ইনজুরি ধরা পড়েছে। এখন তাকে ন্যাশনাল ক্রিকেট একাডেমীতে (এনসিএ) পুনর্বাসনের জন্য পাঠানো হবে। সেখানে তাকে পর্যবেক্ষণ করবে বিসিসিআই’র চিকিৎসক দল।’
২৫ বছর বয়সী বুমরাহ এ পর্যন্ত ১২টি টেস্টে অংশ নিয়ে ৬২টি উইকেট সংগ্রহ করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি দীর্ঘ ভার্সনের ক্রিকেটে ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিকটিও আদায় করেছেন তিনি। ডেথ ওভারে ইয়ার্কার বোলিংয়ে পারদর্শী বুমরাহ ছিলেন ইংল্যান্ডে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপে ভারতীয় দলের মূল বোলার। আসরে ৯ ম্যাচ থেকে ১৮ উইকেট শিকার করেছেন তিনি। তবে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে অংশ নেননি বুমরাহ। সিরিজের শেষ ম্যাচে জয়লাভের মাধ্যমে ১-১ ব্যবধানে ড্র করেছে প্রোটিয়ারা। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল সিরিজের প্রথম ম্যাচটি।
দল : বিরাট কোহলি (অধি:), মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধি:), হনুমা বিহারি, ঋষভ পান্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সামি, উমেষ যাদব, ইশান্ত শর্মা ও সুবমান গিল।
বাসস/এএফপি/এমএইচসি/১৯৪০/মোজা/স্বব