নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে শক্তিশালী করা হবে : কৃষিমন্ত্রী

598

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। এ লক্ষ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে শক্তিশালী করা হবে।
তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য কৃষি মন্ত্রণালয় একটি অ্যাক্রিডিটেড ল্যাব স্থাপন করতে যাচ্ছে। এছাড়া বিদ্যমান ল্যাবগুলোকে আধুনিকায়ন করা হবে। মাঠ থেকে ভোক্তা পর্যন্ত এমনভাবে তদারকি থাকতে হবে যাতে কোনো প্রকার ভেজাল ভোক্তার কাছে পৌঁছাতে না পারে।
আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের খবর পত্রিকার আয়োজনে ‘নিরাপদ খাদ্য ও কৃষি ব্যবস্থাপনা’ বিষয়ক গোলটেবিল আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এসিআই অ্যাগ্রোলিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ফাহ আনসারি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারপারসন সৈয়দা সারওয়ার জাহান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুল মুঈদ এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ওয়ায়েস কবীর।