বাজিস-৬ : জয়পুরহাটে সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে দুইজনের মৃত্যু

496

বাজিস-৬
জয়পুরহাট-মৃত্যু
জয়পুরহাটে সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে দুইজনের মৃত্যু
জয়পুরহাট, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর গ্রামে সেফটিক ট্যাংকের ভিতরে নির্মানকাজে ব্যবহৃত কাঠ ও বাঁশ খুলতে নেমে বিষক্রিয়ায় বাড়ির মালিকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিরা হচ্ছেন- বাড়ির মালিক মোহাম্মদ আলী (৪০) ও নির্মান শমিক নাঈম হোসেন (৩০)।
আজ সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তার হোসেন জানান, আজ সোমবার সকালে শালাইপুর গ্রামে মোহাম্মদ আলী তার বাড়ির নির্মানাধীন সেফটিক ট্যাংকের কাঠ ও বাঁশ খোলার জন্য শ্রমিক নাঈমকে নিয়ে নিজেই কাজ শুরু করেন। এসময় প্রথমে ট্যাংকের ভেতরে বাঁশ খোলার জন্য নাঈম হোসেন প্রবেশ করেন। কিন্তু কিছুসময় পরও নাঈমের কোন সাড়াশব্দ না পেয়ে মোহাম্মদ আলী নিজেই ট্যাংকের ভেতরে নামেন। সেখানে তারা দু’জনেই বিষক্রিয়ায় আক্রান্ত হন।
তিনি আরও জানান, ট্যাংকে নামার পর দু’জন ফিরে না আসায় অপর শ্রমিক জাকারিয়া নামার চেষ্টা করে ভেতরে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেদন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় স্থানিয়রা মোহাম্মদ আলী ও নাঈমকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় অসুস্থ শ্রমিক জাকারিয়াকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/২০৩৫/এমকে