ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

264

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমানের সঙ্গে
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি ঝিমিং এর নেতৃত্বে ৪ সদর একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।
আজ মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দূতাবাসের ডিফেন্স এটাচে সিনিয়র কর্নেল লি চেঙ্গলিং, ইকনোমিক ও কমার্শিয়াল কাউন্সিলর লিয়ু ঝেনহুয়া এবং এটাচে ইয়ু পেং।
সাক্ষাৎকালে তারা দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশে আশ্রিত মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের সে দেশে নিরাপদ প্রত্যাবর্তনে সার্বিক সহযোগিতা লক্ষ্যে কার্যকর ভূমিকা নিতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের বিষয়ে চীন বাংলাদেশের পাশে আছে এবং সার্বিক সহযোগিতা করবে।