প্রকল্প বাস্তবায়নে মানের ব্যাপারে কোন আপোস নয় : কৃষিমন্ত্রী

602

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়ন কাজ সম্পন্ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে সময় ও মান ঠিক রাখা গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের সাথে আরও অনেক উন্নয়ন জড়িত। মানের ব্যাপারে কোনো আপোস নয়।
তিনি আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে “দ্রুত প্রকল্প বাস্তবায়ন সপ্তাহ ২০১৯” উপলক্ষে আয়োজিত এক সেমিনারের প্যানেল ডিসকাশনে এসব কথা বলেন।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র উদ্যোগে “দ্রুত, উত্তম, শক্তিশালী উন্নয়নের সুফল প্রদান” শীর্ষক সেমিনারের প্যানেল ডিসকাশনে ব্রিফ উপস্থাপনা করেন এডিবির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।
আলোচনা করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ফরিদা নাসরিন, স্পেনের রাষ্ট্রদূত আলভারো সালাস, জাইকা’র চীফ রিপ্রেজেন্টেটিভ মি. হিতোশী হিরাতা ।
আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশে বিনিয়োগ উপযোগী পরিবেশ রয়েছে। এসময় বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান তিনি।
দেশের দুর্নীতি নির্মুল ও সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অবলম্বনের কথাও জানান ড. রাজ্জাক ।
এডিবির কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ভারতের চেয়েও অনেক ভাল করছে।