বাসস দেশ-২০ : বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

108

বাসস দেশ-২০
জনপ্রশাসন প্রতিমন্ত্রী-বঙ্গবন্ধু-হত্যাকান্ড
বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুর, ২২ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের নিমর্ম হত্যাকান্ডে অংশ নেওয়াদের মধ্যে মুখোশধারী মুক্তিযোদ্ধাও ছিল। ওই হত্যাকারীদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছিলেন।
ফরহাদ আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা ক্ষমতায় থেকে দেশের কোন উন্নয়ন করে নাই। তারা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশটাকে ত্রিশ বছর পিছিয়ে দিয়েছিল।
ফরহাদ হোসেন আজ জেলার মুজিবনগর উপজেলা অডিটোরিয়ামে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাদের দেশটাকে সুইজারল্যা- বানাতে চেয়েছিল। সে দেশের জনগণ সুইজারল্যান্ড নয়, তাদের দেশকে বাংলাদেশ বানাতে বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বাংলাদেশটাকে কীভাবে সমৃদ্ধির অগ্রযাত্রায় নিয়ে যাচ্ছে তা পাকিস্তানের জনগণ বুঝতে পেরেছে।
তিনি বলেন, ইতোমধ্যে মেহেরপুরের অনেক গ্রাম শহরে পরিণত হয়েছে। দেশের প্রতিটি গ্রামকেই শহরে পরিণত করা হবে। মেহেরপুরে রেলপথ নির্মাণ সমীক্ষা শেষের দিকে রয়েছে। অল্পদিনেই রেলপথ কার্যক্রম শুরুর হবে। রেলপথ তৈরী হলে মেহেরপুরের সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে যাবে।
জেলা প্রশাসক মো. আতাউল গণির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান মো. জিয়া উদ্দীন বিশ্বাস।
এর আগে মন্ত্রী মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের কলেজের বহুতল ভবন উদ্বোধন, নবাগত শিক্ষার্থীদের বরণ, পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/এমএএস/১৮২০/কেকে