পিরোজপুরে আমন চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

370

পিরোজপুর, ২২ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : জেলায় চলতি মৌসুমে ৫৯ হাজার ৩৪৪ হেক্টরে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৬১ হাজার ৭৩৮ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে।
একই সাথে আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা একলাখ ১৬ হাজার ৭২২ মেট্রিক টন ধার্য্য করা হলেও চাষ বৃদ্ধি পাওয়ায় উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে একলাখ ২১ হাজার ৪৩০ মেট্রিক টন চাল।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, জেলার সাতটি উপজেলার ৫২টি ইউনিয়ন ও চারটি পৌরসভায় একযোগে বীজতলা তৈরি এবং আমন চারা রোপনের কাজ সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে আমন চাষ হয়েছে।
পিরোজপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হেনা মো. জাফর জানান, জেলা উপজেলা কৃষি কর্মকর্তারা সার্বক্ষনিক আমন চাষীদের পরামর্শ দিচ্ছেন। তিনি বলেন, সার-বীজ সহজলভ্য হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমন চাল উৎপাদন লক্ষ্যমাত্রার অধিক হবে আশা করা হচ্ছে।