বাজিস-৪ : হবিগঞ্জে পুরাতন খোয়াই নদী থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

462

বাজিস-৪
হবিগঞ্জ-উচ্ছেদ
হবিগঞ্জে পুরাতন খোয়াই নদী থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
হবিগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : জেলায় পুরাতন খোয়াই নদী উদ্ধার কার্যক্রমের পঞ্চমদিনে আজ দোকান, বসতঘরসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত শনিবার শহরের জেলা পরিষদ থেকে শায়েস্তানগর পর্যন্ত এলাকায় অভিযান চলে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী রেভিনিউ ডেপুটি কালেক্টর ইয়াসিন আরাফাত রানা জানান, উচ্ছেদ অভিযানের পঞ্চমদিনে আজ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে- উল্লেখ করে তিনি জানান, গত সোমবার শুরু হওয়ার পর গত বৃহস্পতিবার পর্যন্ত ৪দিন এবং শুক্রবার বন্ধ থাকার পর আজ শনিবার মিলে পাঁচদিনে আড়াইশ’ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/২০২৫/এমকে