কোহলির ব্যাটিং নৈপুণ্যে জিতলো ভারত

221

মোহালি, ১৯ সেপ্টেম্বর ২০১৯ (বাসস) : অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং নৈপুণ্যে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ৫২ বলে অপরাজিত ৭২ রান করেন কোহলি। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়।
মোহালিতে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ভারত। ব্যাট হতে ৩১ রানের জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার রেজা হেনড্রিকস ও অধিনায়ক কুইন্টন ডি কক। তবে জুটিতে হেনড্রিকসের অবদান ৬ রান।
হেনড্রিকস বিদায় নিলে দ্বিতীয় উইকেটে তেম্বা বাভুমাকে নিয়ে ৪৫ বলে ৫৭ রানের জুটি গড়েন ডি কক। টি-২০ ক্যারিয়ারে তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ডি কক, তবে ৪৯ রানে থেমে যান বাভুমা। ৪৩ বল মোকাবেলা করে ৩টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। হাফ-সেঞ্চুরির পর নিজের ইনিংসকে বড় করতে পারেননি ডি কক। ৮টি চারে ৩৭ বলে ৫২ রান করেন ডি কক।
বাভুমা-ডি ককের পর ডেভিড মিলার ১৫ বলে ১৮, ডোয়াইন প্রিটোরিয়াস ৭ বলে অপরাজিত ১০ ও আন্দিল ফেলুকুওয়াও ৫ বলে অপরাজিত ৮ রান করে দক্ষিণ আফ্রিকাকে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ এনে দেন। ভারতের দিপক চাহার ২২ রানে ২ উইকেট নেন।
জবাবে দলীয় ৩৩ রানে ওপেনার রোহিত শর্মাকে (১২)হারায় ভারত। এরপর দলের জয়ের পথ সহজ করেন আরেক ওপেনার শিখর ধাওয়ান ও কোহলি। দ্বিতীয় উইকেটে ৪৭ বলে ৬১ রান যোগ করেন তারা। ৪টি চার ও ১টি ছক্কায় ৩১ বলে ৪০ রান করে আউট হন ধাওয়ান।
ধাওয়ানের পর ক্রিজে গিয়ে ৪ রানের বেশি করতে পারেননি উইকেটরক্ষক ঋসভ পান্থ। তবে শ্রেয়াস আইয়ারকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন কোহলি। ৪টি চার ও ৩টি ছক্কায় ৫২ বলে অপরাজিত ৭২ রান করেন ভারত অধিনায়ক। এ ইনিংস দিয়েই আন্তর্জাতিক টি-২০তে সতীর্থ রোহিত শর্মাকে হটিয়ে সর্বোচ্চ রানের মালিক হন কোহলি। ১৬ রানে অপরাজিত থাকেন আইয়ার। ম্যাচ সেরা হয়েছেন কোহলি।
আগামী ২২ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুতে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০।