দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে : ঢাবি উপাচার্য

319

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, অনিয়ম, অস্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে।
জীবনের সকলক্ষেত্রে সততা ও সত্যের পথ অনুসরণের জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
উপাচার্য আজ টিএসসি মিলনায়তনে বেসরকারি সংগঠন ‘চিন্তার চাষ’ আয়োজিত ‘৪র্থ জাতীয় ক্ষুদে গবেষক’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
চিন্তার চাষের চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক উজ জামান এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। সংগঠনের নির্বাহী পরিচালক এসএম মেসবাহ উর রহমান স্বাগত বক্তব্য রাখেন।
উপাচার্য বলেন, তরুণদের ইচ্ছা, সাহস, অনুসন্ধিৎসা ও উদ্দীপনাকে কাজে লাগিয়ে সুন্দর সমাজ বিনির্মাণ করতে হবে।
দিনব্যাপী জাতীয় ক্ষুদে গবেষক সম্মেলনে দেশের বিভিন্ন স্কুলের সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।