বাজিস-১৩ : বগুড়ার ধুনটে বজ্রপাত মোকাবেলার লক্ষ্যে তাল বীজ রোপণ

271

বাজিস-১৩
বগুড়া-তালবীজ
বগুড়ার ধুনটে বজ্রপাত মোকাবেলার লক্ষ্যে তাল বীজ রোপণ
বগুড়া, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ (বাসস) : বজ্রপাত ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার লক্ষ্যে জেলার ধুনট উপজেলায় তাল বীজ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলী তিনমাথা এলাকায় রাস্তার পাশে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।
উদ্যোক্তারা জানান, উপজেলার হিজুলী, রুদ্রবাড়িয়া ও সাগাটিয়া গ্রামে সড়কের দু’পাশ দিয়ে তালের বীজ রোপণ করা হচ্ছে। বজ্রপাত থেকে বাঁচতে বেশি সংখ্যক তালগাছ রোপণের অংশ হিসেবে একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রায় এক হাজার তালের বীজ রোপণের এ উদ্যোগ নেয়া হয়।
তালের বীজ রোপণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল হক, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, হিজুলী-সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
বাসস/সংবাদদাতা/২১৩০/-এমকে